বাকৃবিতে ছাত্রশিবিরের সভাপতি ফকরুল ও সম্পাদক ত্বোহা

bau-677f4d146d5b9.jpg

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সালের জন্যে সভাপতি ও সেক্রেটারি নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত করা হয়।

বুধবার বিষয়টি  জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ফকরুল ইসলাম।

তিনি আরও জানান, কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত ভোট গ্রহণে তিনি সর্বাধিক ভোটপ্রাপ্ত হন। ফলাফল ঘোষণার পর শপথ পাঠ করান সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম, সদস্যদের পরামর্শের ভিত্তিতে, শাখা সেক্রেটারি হিসেবে আবু নাসির ত্বোহাকে মনোনীত করেন এবং তার নাম ঘোষণা দেন।

Share this post

scroll to top