নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে MPH কোর্সের শুরু উপলক্ষে মতবিনিময় সভা

IMG-20241117-WA0013.jpg

দর্পণ রিপোর্ট :

খুলনায় প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে Master of Public Health (MPH) কোর্সের শুরু উপলক্ষে এক মতবিনিময় সভা নগরীর অভিজাত হোটেল সিটি ইন এ রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেখ মোঃ এনায়েতুল বাবর।

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্) মরিয়ম আকতার। অনলাইনে যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন স্কুল অব পাবলিক হেলথ, এনডব্লিউইউ এর ডীন প্রফেসর মাসুমা আকতার, প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বিশ্বিবদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী। প্রজেক্টরের মাধ্যমে MPH কোর্সের পরিচিতি প্রদর্শন করেন স্কুল অব পাবলিক হেলথ এর সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান মোহা: আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান মো: আরিফুজ্জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো: তৌহিদুল ইসলাম আজাদ, সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ, পবিত্র কুমার সরকার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বিবদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের উপস্থাপক ইফফাত সানিয়া ন্যান্সি। মতবিনিময় সভায় খুলনাস্থ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, নার্সিং ইন্সটিটিউট ও ক্লিনিক এর  দেড় শতাধিক ডাক্তার ও নার্সগণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Share this post

scroll to top