শিক্ষার্থীদের ওপর আনসারের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

image-842980-1724647039.jpg

ডেস্ক রিপোর্ট: জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর আন্দোলনরত আনসার সদস্যদের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
রোববার রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে এ বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে জোহা চত্বরে জড়ো হয়।

বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক মেহেদী হাসান মুন্না বলেন, গত ১৬ বছরের ধরে শেখ হাসিনা ফ্যাসিস্ট কাঠামো তৈরি করেছিলো। এমনকি এ কাঠামোকে দীর্ঘস্থায়ী করার জন্য প্রাতিষ্ঠানিকভাবে বলয়ও তৈরি করেছে। যা অন্তবর্তীকালীন সরকারের সংস্কার করতে নিঃসন্দেহে সময় লাগবে। তাছাড়া দেশে নানা সংকট বিদ্যমান। সম্প্রতি ভারতের সৃষ্টি করা আকস্মিক বন্যাতেও পরিস্থিতি জটিল। এমন সময় আমরা দেখছি আওয়ামী লীগের দোসররা আনসারদের একটা অংশ নৈরাজ্য তৈরির জন্য শিক্ষার্থীদের ওপর হামলা করেছে; পাশাপাশি সচিবালয়ও ঘেরাও করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও এ ঘটনায় দ্রুত বিচার দাবি করছি।’

এসময় বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অন্তত শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top