নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ট্রেজারার হিসেবে অধ্যাপক কানাই লালের যোগদান

দর্পণ রিপোর্ট :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মহোদয়ের সানুগ্রহ সম্মতিক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ১৭-১০-২০২৩ তারিখের নিয়োগ পত্র স্মারক নং: ৩৭.০০.০০০০.০৭৮.১১.০০১.২০১৫-৩৬০ মোতাবেক নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির নবনিযুক্ত ট্রেজারার বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকার খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক কানাই লাল সরকার শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। নবনিযুক্ত ট্রেজারার এর যোগদানে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। আয়োজিত যোগদান অনুষ্ঠানে ট্রেজারার মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। ট্রেজারার হিসেবে নিয়োগ প্রদানের জন্য অধ্যাপক কানাই লাল সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু কে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে বেগবান রয়েছে বলে তাকেও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও তিনি ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক এবং অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দের স্ব-স্ব দায়িত্ব ও কর্তব্য পালনের প্রতি যতœবান হওয়ার আহবান জানান এবং সংশ্লিষ্ট সকলের কর্মনিষ্ঠা, কর্তব্যপরায়নতা এবং আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ড. মোঃ রউফ বিশ্বাস, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নাসিম আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর মোঃ তবিবার রহমান, প্রক্টর মো: ইনজামাম-উল হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top