দর্পণ রিপোর্ট:
আনন্দ ঘন পরিবেশে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন বিভাগের বার্ষিক পিকনিক-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে দিন ব্যাপি এই পিকনিকে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশন, র্যাফেল ড্র সহ নানা ধরণের বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অনুষদের ডীন (ভারপ্রাপ্ত) ডঃ রউফ বিশ্বাস, বিভাগীয় প্রধান মোঃ আনিসুর রহমানসহ বিভাগের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। সুষ্ঠু আয়োজনের জন্য সকল কে ধন্যবাদ জানানো হয় এবং আগামীতে বিভাগের পক্ষ থেকে আরো সুশৃঙ্খল ভাবে সকল আয়োজন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।