জাবিতে শিক্ষার্থীবান্ধব রাজনীতি চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ju-6721f692d17f2.jpg

ডেস্ক রিপোর্ট: গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রকাশ্য পরিচয় ও সুস্থচর্চার মতাদর্শিক লড়াইয়ের মাধ্যমে রাজনৈতিক মাঠেই সংগঠনগুলোর মূল্যায়ন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব ও উদার রাজনৈতিক পরিবেশ চেয়ে বিবৃতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্যাডে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানায়। এছাড়াও বিবৃতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান পরিস্থিতি নিয়ে সকল শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসন ও রাজনৈতিক-অরাজনৈতিক অংশীজনকে ঐক্যবদ্ধ হয়ে আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সমাধান করার আহ্বান জানান তারা।

বিবৃতিতে তারা আরও বলেন, ২৪’র ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের সকল ক্ষেত্রে সংস্কার অত্যাবশকীয়। পুরনো ঘুনে ধরা রাজনৈতিক কাঠামো থেকে বের হয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এখন প্রয়োজন চলমান রাজনৈতিক চর্চাসমূহের মৌলিক সংস্কার। তাই দেশে জাতীয় ঐক্য গঠন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বিনির্মাণের উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক-অরাজনৈতিক অংশীজনের মতামতকে গুরুত্ব প্রদান করছে।

একই সঙ্গে নতুন রাজনৈতিক বাস্তবতায় যেকোনো রাজনৈতিক ছাত্রসংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতীতের অমীমাংসিত ঘটনা ও রাজনৈতিক তর্কসমূহ সর্বাঙ্গের আলোচনা সাপেক্ষে সমাধানের পূর্বেই তাদের আবির্ভাব ঘটলে স্বভাবতই তা নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্ক প্রকাশ করে বলেন, ক্যাম্পাসে চলমান রাজনৈতিক ধোঁয়াশা ও অস্থিতিশীল পরিবেশ নিরসনে স্বচ্ছ ও সহনশীল রাজনৈতিক স্থিতাবস্থা প্রয়োজন।

ক্যাম্পাসে রাজনৈতিক ব্যবস্থায় গুপ্ত রাজনীতির কোনো সুযোগ নেই উল্লেখ করে তারা বলেন, দেশের বিভিন্নস্থানে আমরা ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগকে নিজেদের উদ্দেশ্য সফল করতে গুপ্ত রাজনীতির অন্ধকার মাধ্যমকে বেছে নিতে দেখছি। এইজন্য ফ্যাসিবাদী, লেজুড়বৃত্তিক, সন্ত্রাসী ও বর্জনমূলক রাজনীতির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশ করেছে।

Share this post

scroll to top