প্রেস বিজ্ঞপ্তি…
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। এ দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণসহ গল্লামারী স্মৃতি সৌধে সকাল ৯ টায় পুষ্পার্ঘ অর্পন করা হয়। সকাল সাড়ে ৯ টায় বিশ^বিদ্যালয় মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়। বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ বজলার রহমান সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এস. এম. কামাল হোসেন। আলোচনায় অংশ নেন বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য পবিত্র কুমার সরকার, সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ, সায়েন্স এ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, বাণিজ্য অনুষদের ডিন ড. মোঃ রউফ বিশ^াস, রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডঃ নাসিম আহমেদ, প্রক্টর মোঃ ইনজামাম উল হোসেন, বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দু’আ পরিচালনা করেন মাওঃ আব্দুল মুমীন নোমানী।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
