সিনিয়র করেসপন্ডেন্ট ………
খুলনার ডুমুরিয়ায় পুকুরের পানিতে ডুবে কুলসুম খাতুন (৭) ও মোজাম্মেল হোসেন সরদার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জুলাই) দুপুরে জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের বৃত্তি ভুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় মো. রুবেল শেখের মেয়ে কুলসুম খাতুন ও ইকবাল সরদারের ছেলে মোজাম্মেল হোসেন সরদার।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো কুলসুম ও মোজাম্মেল বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করতে করতে তারা বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।