মভ সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনা উচিৎ: এম এ এরশাদ
নিজস্ব প্রতিবেদক
ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যার রবিউল ইসলাম রবি হত্যার ৯ মাস পেরিয়ে গেলেও প্রকৃত আসামীরা রয়েছে ধরা ছোয়ার বাইরে।
এখনো উদ্ধার হয়নি হাতিয়ার। তবে তদন্তের সার্থে কোনো তথ্য দেয়নি মামলার তদন্ত কর্মকর্তা, তবে পুলিশ যে তথ্য পেয়েছে, তাতে বের হয়ে আসবে প্রকৃত আসামীরা। এমনটাই জানা গেছে।
তবে গতকাল সারাদিন রবি হত্যা মামলার আসামী পাওয়া গেছে বলে উত্তেজিত কয়েকজন তরুন মব সৃষ্টি করে, মানুষিক ভ্যারসাম্যহীন এক ব্যাক্তিকে মারধর করে শিখিয়ে দেওয়া নাম বলতে বলে। এমন কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ডুমুরিয়া থানা পুলিশ দ্রæত খবর পেয়ে তাদের চিকিৎসার ব্যাবস্থা করে। তারা এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ তাদের গ্রেফতার দেখায়নি।
এ বিষয়ে সমকাল ডুমুরিয়ার প্রতিনিধি এম এ এরশাদ জানান, মভ সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনা উচিৎ।
এ মামলার তদন্ত কর্মকর্তা কিছু তথ্য পেয়েছে, তবে ৯ মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছেনা। চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যার বিচার শুধু শরাফপুর ইফনিয়নবাসি নয় পুরো উপজেলাবাসি এ বিচার দেখার অপেক্ষায় আছে।