ক্রীড়া ডেস্ক : গত পরশু শেষ হওয়া তিন জাতির ওয়ানডে টুর্নামেন্টে ইনিংস উদ্বোধন করতে নেমে সফলতার মুখ দেখেননি বাবর আজম। শুক্রবার ফাইনালে মাত্র ২৯ রান করেন তিনি। পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জেতে নিউজিল্যান্ড।
ম্যাচ শেষে পাকিস্তান দলের ভারপ্রাপ্ত কোচ আকিব জাভেদ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ওপেনারের ভূমিকায় বাবরের খেলা চালিয়ে যাওয়ার পক্ষে তার সমর্থন জানান। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
ওপেনার হিসাবে বাবরের কাজ চালিয়ে যাওয়ার পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন সাবেক ফাস্ট বোলার আকিব। তিনি বলেন, ‘আমি মনে করি, এই কন্ডিশনে বাবরের ওপেন করা উচিত। আশা করি, গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বাবর বড় ইনিংস খেলবে।’
ডান-হাতি ব্যাটার বাবর আজম ১২৬ ওডিআইতে ৬০১৯ রান করেছেন। সবশেষ ম্যাচে দ্রুততম ছয় হাজার রানের মাইলফলক টপকে হাশিম আমলার রেকর্ডে ভাগ বসান বাবর। আমলার মতো বাবরও ১২৩তম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন।