ক্রীড়া ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের পর এখনও দেশে ফেরেননি সাকিব আল হাসান। তার বিরুদ্ধে ঝুলছে হত্যা মামলা। এই অবস্থায় আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে দেশে ফিরবেন কিনা সাকিব; তা নিয়ে উঠেছে প্রশ্ন।
কেননা, সাকিবের রাজনৈতিক দল আওয়ামী লীগের অনেক নেতাকর্মীই এরই মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন। সাকিবের বিরুদ্ধেও মামলা থাকায় তারও গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাকিব ইস্যুতে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছে বিসিবি। যেখানে সাকিবের বিরুদ্ধে মামলা থাকলেও তাকে হেনস্তা না করার আশ্বাস মিলেছে।
কেননা, গার্মেন্টসকর্মী হত্যার দায়ে সাকিবের বিরুদ্ধে মামলা করা হলেও ঘটনার সময় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে। এ ব্যাপারে তাই সাকিবের প্রতি নমনীয় উপদেষ্টারা। বিসিবিও তাই সাকিবের দেশে ফেরা ও খেলা নিয়ে কোনো বাধা দেখছেন না।
এ ব্যাপারে গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস গণমাধ্যমকে বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন… বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার ম্যাসেজটা আছে- যে মামলাগুলো হয়েছে এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না।’
চেন্নাই টেস্টে সাকিবের চোটে পড়ার বিষয়টি সামনে এসেছে। দ্বিতীয় টেস্টে তাই তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা আছে। সাকিবের চোটের বিষয়টি অবগত আছে বিসিবিও। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজে চোট না থাকলে সাকিবকে খেলাবে বিসিবি।
যা নিয়ে নাফীস বলেন, ‘আমরা মনে করি, সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। ইঞ্জুরি ও সিলেকশনজনিত ইস্যু না থাকলে এখন পর্যন্ত সাকিবের হোম সিরিজ না খেলার কোনো কারণ আমি দেখছি না। চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন (দলে থাকা না থাকা) জড়িত কোনো ইস্যু না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, সাকিবের না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না।’