অস্ট্রেলিয়াকে ‘চ্যালেঞ্জ’ জানাতে প্রস্তুত সাকিবহীন বাংলাদেশ

Untitled-30-copy.jpg

ক্রীড়া ডেস্ক : এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কালকের ম্যাচে খেলতে পারবেন না সাকিব আল হাসান। ইনজুরির কারণে শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন তারকা অলরাউন্ডার।
সাকিব না থাকলেও হাল ছাড়তে চায় না বাংলাদেশ। দলের সেরা ক্রিকেটার ছাড়াই আসন্ন ম্যাচে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টিম টাইগার্স, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার। শেষ ম্যাচ খেলতে ইতোমধ্যে পুনেতে পৌঁছেছে বাংলাদেশ। সবার আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও ফুরফুরে দেখা গেছে লাল সবুজের প্রতিনিধিদের। এছাড়া সবশেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর সুখস্মৃতি তো আছেই। সবমিলিয়ে শেষ ম্যাচটা রাঙাতে চায় বাংলাদেশ।
বাশার বলেন, ‘বাংলাদেশ দল যতগুলো ম্যাচ খেলেছে সবগুলোতেই প্রতিপক্ষ অনেক শক্তিশালী ছিল। বিশ্বকাপে দুর্বল প্রতিপক্ষ বলতে কিছু নেই। শুধু অস্ট্রেলিয়াই নয়, সব দলেরই কিছু না কিছু গেম চেঞ্জার আছে। ওভাবে চিন্তা করলে অস্ট্রেলিয়ার তো কোনো ম্যাচ হারার কথা না। কিন্তু শুরুতে তারাও হেরেছে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে নিশ্চিতভাবেই ওদের চ্যালেঞ্জ জানাতে পারি। অস্ট্রেলিয়া খুব ভালো ফর্মে আছে। তাদের দারুণ কয়েকজন গেম চেঞ্জার আছে। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ট্রাভিস হেড সবাই ভালো খেলোয়াড়। তাই বলে কোনো দলই অপরাজেয় নয়। নিশ্চিতভাবেই আমাদের চেষ্টা থাকবে সেরা ক্রিকেট খেলার।’
‘সাকিবের অভাবটা অনেক বেশি অনুভব করব সেটাই স্বাভাবিক। সে অধিনায়ক। পাশাপাশি অলরাউন্ডার। দলের হয়ে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই সেরা পারফর্ম করে। দল ওকে মিস করবে। ইনজুরির ক্ষেত্রে তো আর কারও হাত নেই। আমাদের সেটা মেনে নিয়েই খেলতে হবে’ যোগ করেন বাশার।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top