ক্রীড়া ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ ক্রিকেটে ট্র্যাজেডির সাক্ষী থাকল সোমবার। প্রদেশটির তারকা ক্রিকেটার আসিফ হোসেনের মৃত্যু হল আচমকাই। বেঙ্গল প্রো টি২০ লিগে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে। তবে ২৮ বছরের তারকার মৃত্যু ঘটে আকস্মিক দুর্ঘটনায়।
পরিবারের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুস্থ ছিলেন আসিফ হোসেন। গত সোমবার বাড়ির সিঁড়ি থেকে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পান। আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তরুণ এই ক্রিকেটারকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।