বিপিএল ‘নাটক’ দেখে জীবনে নতুন অভিজ্ঞতা হলো তাসকিনের

1-679700e10fbeb.jpg

ক্রীড়া ডেস্ক : দিনভর নাটকীয়তার পর সন্ধ্যায় বিদেশি ক্রিকেটারদের ছাড়াই মাঠে নামে দুর্বার রাজশাহী। রংপুর রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচে জয়ও পেয়েছে দলটি। অথচ, এদিন দীর্ঘ সময় পর্যন্ত নিশ্চিত ছিল না দলটি মাঠে নামবে কিনা তা নিয়েই।

রোববার ম্যাচের দিন সকালে হোটেল বদল দিয়ে শুরু রাজশাহীর ক্রিকেটারদের। এরপর জানা যায়, টাকা না পাওয়ায় রংপুরের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ক্রিকেটাররা। এরপর অবশ্য শেষ পর্যন্ত বিসিবির অনুরোধে খেলতে নামে ক্রিকেটাররা। তবে বিদেশি ক্রিকেটাররা বিসিবির অনুরোধ রাখেনি।

ম্যাচের দিন এতসব ‘নাটক’ দেখার অভিজ্ঞতা দলটির অধিনায়ক তাসকিন আহমেদের জন্য নতুন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখসি আমরা সব প্লেয়ারই। আমি যতটুকু শুনেছি, টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও রুমে নক করসে, বিদেশিদের কেউ দরজা খোলেনি। সবাই মিলে শুরুতে একটু আপসেট ছিল। ১২০ হলো, এত সোজা না আজকের উইকেট। ১৫-২০ রান শর্ট ছিল, শেষ দিকে পুরস্কার পাওয়া গেছে। ’

হোটেল পরিবর্তন ও বিদেশি ক্রিকেটারদের ম্যাচে না খেলা নিয়ে তাসকিন জানান, ‘আমার জীবনেও নতুন অভিজ্ঞতা হলো। বুকিং দেওয়া ছিল শেরাটনে, পরে ওয়েস্টিনে, ওয়েস্টিনে নাকি সব রুম বুক হয়ে গেছে। চেঞ্জ করলাম হোটেল। আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বলল আসো। খেলো অন্তত। বিদেশিদেরও বলেছে পেমেন্ট ইস্যু না তোমরা আসো।’

এতসব নাটকীয়তার মধ্যে রংপুরকে ২ রানে হারিয়েছে রাজশাহী। আর এতেই স্বস্তি খুঁজছেন তাসকিন। বলেন, ‘শুধু আমি না, দলের কেউই ভালো অনুভব করে না। বিপিএল নিয়ে সবারই আশা থাকে শান্তিপূর্ণভাবে খেলব। আমাদের দলে একটু সমস্যা হয়েছিল। যেহেতু আমাদের সবার নিজেকে প্রমাণ করার জায়গা একটাই, কারণ সবার ক্যারিয়ার ব্রেড অ্যান্ড বাটার একটাই। এটাই সবাইকে বুস্ট আপ করেছে। অনুভূতিটা ভালো না, তবে এর মধ্যেও সবাই উপভোগ করেছে।’

Share this post

scroll to top