ধোনির সিদ্ধান্ত জেনে আইপিএল নিলামে যেতে চায় চেন্নাই

Untitled-1-67188e6f1bca5.jpg

বিনোদন ডেস্ক : আগামী বছর আইপিএল খেলার ব্যাপারে মহেন্দ্র সিংহ ধোনি এখনো কিছু জানাননি। যদিও তাকে ধরে রাখতে চায় চেন্নাই সুপার কিংস (সিএসকে)। চলতি মাসের মধ্যেই মাহি সিদ্ধান্ত জানাবেন বলে আশা তাদের।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন নিয়মানুযায়ী, ভারতের সাবেক অধিনায়ককে তারা ঘরোয়া ক্রিকেটার হিসাবে দলে রেখে দিতে পারবেন আগামী তিন বছরের জন্য। কিন্তু ৪৩ বছরের ধোনি কি আর আইপিএল খেলবেন? খেললে কত বছর খেলবেন— এসব কিছু তার ওপরই ছেড়ে দিতে চায় সিএসকে কর্তৃপক্ষ। ধোনি এখনো কিছুই জানাননি।

এ বিষয়ে সিএসকের সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, ধোনি আমাদের এখনো কিছু জানায়নি। আমরা চাই ও আমাদের হয়ে আরও খেলুক। আশা করি, ৩১ অক্টোবরের আগে ধোনি আমাদের নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবে।  কারণ আইপিএলের দলগুলো কোন ক্রিকেটারকে ধরে রাখতে চায় তা ৩১ অক্টোবরের মধ্যে জানাতে হবে বিসিসিআইকে।

গত পাঁচ বছর জাতীয় দলের অংশ নন এবং বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই— এমন খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট হিসাবে বিবেচনা করা হবে। বিসিসিআইয়ের নতুন এই নিয়মের সুবিধা নিতে চায় সিএসকে কর্তৃপক্ষ। দেশের হয়ে ২০১৯ সালের পর খেলেননি ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ২০২০ সাল থেকে তিনি বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারও নন। সেই হিসাবে ২০২৫ সালের আইপিএলে ধোনি ঘরোয়া ক্রিকেটার হিসাবে বিবেচিত হবেন। ৪ কোটি টাকা খরচ করেই তাকে রেখে দিতে পারবে চেন্নাই। অধিনায়ক হিসাবে চেন্নাই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ধোনি।

Share this post

scroll to top