দাকোপে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

2b24a7bf-c1a4-48d1-9a13-33c862b8be31.jpg

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

ডেস্ক রিপোর্ট: দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে রামনগর গ্রামের শচীন্দ্র নাথ মন্ডলের (৪৫) সাথে স্ত্রী মলিনা মন্ডলের (৪০) ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শচীন তার স্ত্রীকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর শচীন প্রথমে বিষ খেয়ে মৃত্যুর চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মলিনার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শচীন্দ্র নাথ মন্ডল মৃত অজিত মন্ডলের প্রথম সন্তান। তাদের ভিতরে কি নিয়ে কলহ হয়েছিল তা এখনও জানা যায়নি। মঙ্গলবার সকালে পুলিশ লাশ দু’টি দাকোপ থানায় নিয়ে যায়।

দাকোপর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, লাশ এখনও থানা পর্যন্ত আসেনি আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this post

scroll to top