নিজস্ব প্রতিবেদক…..
হামলা, মারধর ও দোকান ভাঙচুরের মামলায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন মিঠুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার অপর দুই আসামি মজিবর ও শামসুরকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. আলামিন এ নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, গত ১৯ ফেব্রুয়ারি রাতে লবণচরা থানা এলাকার দোকানে হামলা, ভাঙচুর ও কর্মচারীকে মারধরের ঘটনায় ব্যবসায়ী মনির কাউন্সিলর মিঠুসহ ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। ২০ ফেব্রুয়ারি আসামি মিঠুসহ তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। পরে আরও তিন জন পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এরপর তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠিয়ে দেন।