২ সেতুর বাতি জ্বলে না, আঞ্চলিক মহাসড়কে ঝুঁকি নিয়ে চলাচল

road-670b642747bc0.jpg

ডেস্ক রিপোর্ট: ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের দুটি সেতুর প্রায় সব বাতি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে রয়েছে। সন্ধ্যার পর সেতু দুটি অন্ধকারাচ্ছন্ন থাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কখনো সড়ক দুর্ঘটনা ঘটে, কখনো পথচারীরা ছিনতাইয়ের শিকার হন। মাদকসেবীরা সেতুতে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, আবার কখনো অসামাজিক কর্মকাণ্ড হচ্ছে। নবাবগঞ্জের মরিচা এলাকায় ইছামতী নদীতে ও তুলসীখালী এলাকায় ধলেশ্বরী নদীতে এ সেতু দুটি নির্মাণ করা হয়েছিল। এ সড়ককে ইতোমধ্যে পদ্মা সেতুর বাইপাস হিসাবে ঘোষণা করা হয়েছে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ সড়কপথে যাতায়াতের জন্য এ সেতুগুলো ব্যবহার করে থাকেন।

Share this post

scroll to top