হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

hakimpur-66fe2f220d2c9.jpg

ডেস্ক রিপোর্ট: ভারতে গান্ধী জয়ন্তী উৎসব উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে সকাল থেকে আবারো আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে একটি পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

তিনি জানান, বুধবার ভারতে গান্ধী জয়ন্তী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সেখানে সরকারি ছুটি ছিল। সেই জন্য ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছিল। সেজন্য গতকাল বুধবার ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার সকাল থেকে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

এ দিকে হিলি ইমিগ্রেশন চেকপেস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামাল বলেন, ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে গতকাল বুধবার হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল। এমনকি বৃহস্পতিবারও পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক আছে। আমরা পাসপোর্ট যাত্রীদের সকল প্রকার কাগজ যাচাইপূর্বক ভ্রমণে সহযোগীতা করছি।

Share this post

scroll to top