সোহাগের নিষেধাজ্ঞা শুনে সালাউদ্দিন বললেন ‘আগে বুঝে নেই’

1681481781.Untitled-2.jpg

স্পোর্টস ডেস্ক …….

বাংলা নববর্ষের প্রথম দিন আজ শুক্রবার। তাই দিনটি আনন্দে কাটাতে কে না চায়! কিন্তু এমন এক দিনেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জালিয়াতির দায়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। শুধু তা-ই নয়, ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও দিতে হবে সোহাগকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ লাখ টাকা। সোহাগের নিষেধাজ্ঞার ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলতে পারছেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। অবশ্য তিনি নিজেও বিষয়টি পুরোপুরি বুঝে উঠতে পারেননি।
নিষেধাজ্ঞার খবর আসার পরপরই যোগাযোগ করা হয় সালাউদ্দিনের সঙ্গে। বাংলানিউজকে বাফুফে সভাপতি বলেন, ‘ফিফা সাসপেন্ড করলে তো আমরা সাসপেনশনেই রাখব। আমি বিস্তারিত কিছু জানি না। আগে বুঝে নেই বিষয়টা কী, তারপর বলব। ‘

ফিফার সাধারণ দায়িত্ব ও আনুগত্য ভাঙার পাশাপাশি জালিয়াতি ও মিথ্যাচার করেছেন সোহাগ। যদিও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন তিনি। এমনটাই বলেছেন সালাউদ্দিন, ‘এটা ব্যক্তিগত বিষয়, তাই ফেডারেশন নয়, সে আপিল করতে পারে। দেখি কী হয়!’

এদিকে, ২০১৩ সাল থেকে বাফুফে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সোহাগ। দশ বছর পর এই পদে নতুন কাউকে দেখা যাবে এবার।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top