ক্রীড়া ডেস্ক : মুশফিকুর রহিম ততক্ষণে দেড়শ পেরিয়ে হাঁটছেন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরির পথে। তাকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছে মেহেদী হাসান মিরাজ। সতর্ক চোখে খুব যত্ন নিয়ে একেকটি বল মোকাবেলা করছেন মুশফিক। সবাই তখন অপেক্ষায় মুশফিকের ডাবল সেঞ্চুরির।
নিজের ইনিংস নিয়ে ৩৭ বছর বয়সি এই ব্যাটসম্যান বলেন, ‘ভালো লাগছে। দলের জন্য অবদান রাখতে পারাটা দারুণ। আশা করি আজকের দিন শেষে আমরা ওপরে থাকব। সত্যি বলতে, মাইলফলক আমার জন্য কেবল একটি সংখ্যা। যতক্ষণ পর্যন্ত দলে অবদান রাখতে পারছি, বিশেষ করে সেঞ্চুরি করতে পারছি এবং সেটাকে বড় সেঞ্চুরিতে রূপ দিতে পারছি, ম্যাচ শেষে সেটিই ম্যাচ জেতানো ইনিংস হতে পারে। আমার লক্ষ্য সবসময় এটিই থাকে।’
মুশফিক আরও বলেন, ‘২০০-২৫০ এসব স্রেফ সংখ্যা। ক্রিজে লম্বা সময় কাটাতে পেরে ও সতীর্থ কয়েকজনের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়তে পেরেই আমি খুশি।’
নিজের সাফল্যের রহস্য নিয়ে মুশফিক বলেন, ‘নিজের সঙ্গে সৎ থাকার চেষ্টা করি ও প্রতিটি দিন উন্নতির চেষ্টা করি। নিজের সঙ্গে লড়াই করার চেষ্টা করি। এটিই এখনও পর্যন্ত আমার রহস্য। সত্যি বলতে, আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় টিকতে হলে বা দেশের হয়ে ধারাবাহিকভাবে খেলতে হলে মাঠের ভেতরে ও বাইরে অনেক কাজ করতে হয়। খাদ্যাভ্যাসও এটার অংশ, জিমে ও মাঠে বাড়তি কাজ করতে হয়। কেউ সেটা দেখতে পারবে না। তবে নিজের কাজ করে যেতে হয়।’