ক্রীড়া ডেস্ক : টানা ৮ জয়ের পর টানা ৪ হার। কোয়ালিফায়ারের আশায় থাকা রংপুর রাইডার্সকে অনেকটা অপ্রত্যাশিতভাবেই এখন এলিমিনেটর ম্যাচ খেলতে হচ্ছে। যেখানে হারলেই বাদ পড়তে হবে তাদের। এমন সমীকরণ সামনে রেখে নিজেদের শক্তি বাড়াচ্ছে দলটি। বিদেশ থেকে নতুন তিন বিদেশি ক্রিকেটারকে উড়িয়ে আনছে রংপুর।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল প্লে-অফের আগে বেশকিছু বিদেশি তারকাদের দলে ভেড়াবে রংপুর রাইডার্স। বিশেষ করে আইএল টি-টোয়েন্টির লিগ পর্ব শেষ হওয়ার সুবাদে আন্তর্জাতিক তারকাদের অনেককেই পাওয়ার সুযোগ ছিল। এখন সে পথেই হাঁটছে দলটি।
রংপুর অবশ্য এমনিতেও বেশ শক্তিশালী ছিল। তবে মাঝে দুর্দান্ত ছন্দে থাকা দলটির পাকিস্তানি তারকা খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ায় শূন্যতা তৈরি হয় দলটিতে। এবার সেই শূন্যতা পূরণেই বিদেশ থেকে তিন তারকা ক্রিকেটারকে দলে এনেছে দলটি।