শান্তর নেতৃত্বে থাকা বোর্ডের সিদ্ধান্ত: প্রধান নির্বাচক

3-24-67259d59aad58.jpg

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে খবর চাউর হয়েছিল; সিরিজ শেষেই তিন ফরম্যাটে বাংলাদেশ দলের নেতৃত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। স্বাভাবিকভাবেই তাই ধরে নেওয়া হয়েছিল আফগানিস্তান সিরিজে নতুন অধিনায়ক পেতে যাচ্ছে বাংলাদেশ। সম্ভাব্য অধিনায়ক কে হতে পারেন তা নিয়েও গত কদিন হয়েছে আলোচনা।

সেই আলোচনার ইতি টেনে শুক্রবার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে শান্তকেই। যা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। যেই ব্যাখ্যায় নেতৃত্ব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্তের কথা জানান তিনি।

শান্তর নেতৃত্ব ইস্যুতে প্রধান নির্বাচক বলেন, ‘এটা বোর্ডের সিদ্ধান্ত। এ ব্যাপারে নির্বাচকদের কিছু না বলাই ভালো। সে অধিনায়ক ছিল। তাকেই রাখা হয়েছে। তবে এ ব্যাপারে আমাদের কথা বলাটা সমীচীন মনে করি না।’

আফগানিস্তান সিরিজ দিয়ে এক বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তিনি সর্বশেষ দেশের হয়ে খেলেছেন গত বছরের অক্টোবরে, ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে। যা নিয়ে লিপু বলেন, ‘নাসুম সর্বশেষ বিশ্বকাপে ছিল। মাঝখানে খুব বেশি ওয়ানডে খেলেনি বাংলাদেশ। সাকিব থাকলে হয়তো বাঁহাতি স্পিনের জায়গাটা ভিন্ন হতে পারত। আমাদের বাঁহাতি স্পিনে তানভীর ও নাসুমকেই মূল বোলার মনে করি। রাকিবুলের আরও সময় দরকার বলে মনে করি।’

পরে যোগ করেন, ‘নাসুম কঠোর পরিশ্রম করছে। কম্বিনেশনের জন্য তাকে রাখা। যদি উইকেটের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আমরা কোনো কারণে যদি তিন পেসার না খেলিয়ে তিন স্পিনার খেলাই, তাহলে মিরাজ ও রিশাদের সঙ্গে নাসুমের সুযোগ থাকতে পারে।’

পেস বোলিং বিভাগে বৈচিত্র্য যোগ করতে আফগান সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাহিদ রানা।

তানজিম হাসান চোটে পড়ায় ও হাসান মাহমুদকে বিশ্রাম দেওয়ায় সুযোগ এসেছে রানার, ‘হাসান মাহমুদের ওয়ার্ক লোডের কারণে তাঁকে রাখা হয়নি। তানজিমের কাঁধে চোট আছে। আর আমরা নাহিদ রানাকে দেখতে চাই। চ্যাম্পিয়নস ট্রফির আগে এই সিরিজটা আর ওয়েস্ট ইন্ডিজে খেলা আছে আমাদের। আমরা এর আগে তাকে ওয়ানডেতে দেখিনি। এখান থেকে দেখতে চাই। আমরা আশা করছি সে ভালো করবে। যদি কোন ফাইন টিউনিং দরকার হয়, নতুন কোচ সেটাও দেখার সুযোগ পাবেন। আর তার গতিময় বোলিং আমাদের জন্য আরেকটি অপশন হতে পারে বলে আশা করছি।’

Share this post

scroll to top