উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড গড়ে ফিরলেন রোহিত

ezgif-4-d34f0b5226-66fa63141314d.jpg

ক্রীড়া ডেস্ক : প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে বিধ্বংসী শুরু পেয়েছে স্বাগতিক ভারত। টেস্টে আগ্রাসী ক্রিকেটের কথা বললে সবার আগে আসে ইংল্যান্ডের নাম। তবে সে ধারণা পাল্টে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত।

কানপুর টেস্টে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে তিন ওভারে ভারত তুলেছে ৫১ রান! টেস্ট ইতিহাসে প্রথম তিন ওভারে যা সবচেয়ে দ্রুততম সংগ্রহ। এতো কম বলে কেউ এর আগে ফিফটি করতে পারেনি। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের ঝড়ো ব্যাটিংয়ে এই মাইলফলক স্পর্শ করেছে ভারত।

অবশ্য ঠিক পরের ওভারে ভেঙে যায় এই জুটি। রোহিতকে বোল্ড করে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। চতুর্থ ওভারের ৫ম বলে রোহিত আউট হওয়ার আগে খেলেন ৩ ছক্কা এবং ১ চারের সাহায্যে মাত্র ১১ বলে ২৩ রানের ইনিংস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেট ৫৫ রান।  ভারত ওভারপ্রতি রান তুলেছে ১৩ রানেরও বেশি। ১৩ বলে ৩০ রানে অপরাজিত আছেন জয়সওয়াল। তার সঙ্গে ক্রিজে নতুন ব্যাটার শুভমান গিল।

Share this post

scroll to top