দর্পণ রিপোর্ট :
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ বজলার রহমানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শনিবার সকালে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ড. মোঃ রউফ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার, রেজিস্ট্রার প্রফেসর মোঃ তবিবার রহমান,পরিচালক (অর্থ ও হিসাব) এস এম রিয়াজুর রশীদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নাসিম আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল মুমীন নোমানী।