নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

1bbb11d2-a196-49e0-bd83-932110db7bc0.jpg

দর্পণ ডেস্ক :
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। এ দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণসহ গল্লামারী স্মৃতি সৌধে সকাল সাড়ে ৯ টায় পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ড. মোঃ রউফ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেেেব উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেখ মোঃ এনায়েতুল বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার, ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলজীর ডীন (ভারপ্রাপ্ত) মোঃ ইনজামাম-উল-হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্রনাথ দত্ত, প্রক্টর মোঃ আসাদুজ্জামান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন। দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল মোমিন নোমানী।

Share this post

scroll to top