মালদ্বীপে অসুস্থ আইয়ুবকে বিমান টিকিট দিল বাংলাদেশ দূতাবাস

image-573736-1658088575-1.jpg

মোহাম্মদ আইয়ুব অনেক দিন ধরে অনিয়মিত প্রবাসী কর্মী হিসেবে কাজ করে আসছেন। হঠাৎ নিজেকে খুব অসুস্থ মনে হলে স্হানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। চেকআপের পর কর্তব্যরত চিকিৎসক জানান তার কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। ডাক্তার তার উন্নত চিকিৎসার জন্য দেশে চলে যেতে বলেন। কিন্তু কীভাবে যাবেন দেশে তার তো বৈধ কোনো কাগজ নাই এবং তার কাছে কোনো অর্থ নাই।

এ অবস্থায় সহকর্মীরা তাকে বাংলাদেশ দূতাবাসে নিয়ে যান। সেখানে গিয়ে দেখা করেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি অসুস্থ আইয়ুবকে সমস্যাগুলো শুনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners’ Welfare Board থেকে একটি বিমান টিকিট দেন। সাথে দেশে যাওয়ার ট্র্যাভেল পারমিটও দেয়। হাইকমিশনার মোহাম্মদ আইয়ুবকে উন্নত চিকিৎসার জন্য দেশে ফিরে ভালো চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য টিকিট হস্তান্তরের সময়ে উপস্থিত ছিলেন হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান। তিনিও অসুস্থ আইয়ুবের সুস্থতা কামনা করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top