সাতসকালে বসতঘরে আগুন লেগে ২ জন নিহত

ctg-67a97fd1274d7.jpg

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরীর বলুয়ার দীঘির পাড়ে বসতঘরে আগুন লেগে দুজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে জাফর সওদাগর কলোনির টিনশেড ঘরে এ ঘটনা ঘটে। চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

হাসপাতালে ভর্তি হওয়া আহত তিনজন হলেন- ফয়সাল (১৯), সোহান (১৯) ও শাহীন (২২)। দগ্ধ না হলেও তাদের শ্বাসতন্ত্রের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোকাররম জানান, আগুনে এক কক্ষবিশিষ্ট পাঁচটি ঘর পুরো এবং চারটি ঘরের আংশিক পুড়েছে। তাতে ক্ষতি হয়েছে ১৫ লাখ টাকার ক্ষতি। শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

Share this post

scroll to top