মঙ্গলবার ঢাকা ছেড়েছে ১২ লাখ সিম

1681912280.lunch-BG.jpg

স্পেশাল করেসপন্ডেন্ট ..
ঈদযাত্রার প্রথম দিন মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকা ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮টি সিমের মালিক।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মোবাইল সিমের ঢাকা আসা যাওয়ার বিবরণ তুলে ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

টেলিযোগাযোগ মন্ত্রীর সেই তথ্যে দেখা যায়, ‘ঢাকা থেকে বাইরে গেছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ সিম। আর ঢাকায় এসেছেন ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ জন।

ঢাকা থেকে বাইরে যাওয়া গ্রামীণফোন সিমের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ২৯৫টি। এর মধ্যে রবি ৩ লাখ ২ হাজার ২৮৪টি, বাংলালিংক ৫ লাখ ৭৩ হাজার ৫০৯টি, টেলিটক ১৮ হাজার ১৯০টি। মোট ১২ লাখ ২৮ হাজার ২৭৮টি। আর বাইরে থেকে ঢাকায় এসেছে গ্রামীণফোনের ১ লাখ ২৮ হাজার ৯৭০টি, রবি ১ লাখ ৬ হাজার ৮৬৩টি, বাংলালিংক ৪ লাখ ২২ হাজার ৬০০টি, টেলিটক ৯ হাজার ৩৫০টি। মোট ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩টি।

শবে কদরের ছুটি ১৯ এপ্রিলের পর ২০ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ায় সরকারি চাকরিজীবীরা ১৮ এপ্রিল ঢাকা ছাড়া শুরু করেন।

ঈদযাত্রার দ্বিতীয় ও তৃতীয় দিন এ সংখ্যা আরও বেড়ে যাবে। তৃতীয় দিন বৃহস্পতিবার হওয়ায় সংখ্যাটি অনেক বেশি হওয়ার কথা রয়েছে। কারণ, বেসরকারি চাকরিজীবীরা ২০ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top