নিজস্ব প্রতিবেদক……
খুলনা মেডিকেল কলেজ (খুমেক)হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবুরুন্নেসা (৬৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. সুহাস রঞ্জন হালদার এতথ্য নিশ্চিত করেছেন।
ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেঙ্গু আক্রান্ত সবুরুন্নেছা গত ১৬ জুলাই মোংলা থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হন। মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। চলতি বছরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বমোট ১৫৭ জন রোগী ভর্তি হয়েছেন।