বিএনপি নেতা আলাল-নীরবসহ আটজনের কারাদন্ড

Untitled-11-copy.jpg

খুলনার দর্পণ ডেস্ক : রাজধানীর ধানম-ি থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এবং জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম মাসুদসহ আটজনকে পৃথক ধারায় তিন বছরের কারাদ- দিয়েছেন আদালত।
গতকাল ৩১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই রায় দেন। এদিন বিচারক রায়ে আসামিদের কারাদ-ের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদ- দিয়েছেন। তবে উভয় ধারার সাজা একত্রে হওয়ায় তাদের দুই বছর কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।
রাজধানীর ধানম-ি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার বিচার চলাকালে ১৭ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top