আন্তর্জাতিক ডেস্ক……
মস্কো সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম দিনের আলোচনায় ‘পুঙ্খানুপুঙ্খ’ মতবিনিময় করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দুজনের মধ্যে বেইজিংয়ে শান্তি পরিকল্পনা ও ইউক্রেন ইস্যুতে চীনা প্রস্তাব নিয়ে আলোচনাও হয়েছে।
খবর আল জাজিরা।
খবরে বলা হয়েছে, বন্ধুপ্রতীম দুই রাষ্ট্র নেতার মধ্যকার আলোচনা নিয়ে বেশি কিছু জানাতে চাননি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে, পুতিন ও শি’র যৌথ বিবৃতির জন্য অপেক্ষা করতে বলেছেন তিনি, সেটি অনুষ্ঠিত হতে পারে মঙ্গলবারের (২১ মার্চ) পর।
তিনি বলেন, এটি খুব পুঙ্খানুপুঙ্খ মতবিনিময় ছিল। দুজনের মধ্যে গুরুতর কথোপকথন হয়েছে। ইউক্রেন ইস্যুতে দুই নেতা চীনের শান্তি প্রস্তাব নিয়েও আলোচনা করেছেন।
এর আগে গতকাল সোমবার (২০ মার্চ) সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বিশেষ একটি উড়োজাহাজে শি জিন পিং রাশিয়ায় পৌঁছান। মস্কো বিমানবন্দরের রানওয়েতে তিনি রাশিয়ার সরকারি গণমাধ্যমসহ সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী, এই সফর ফলপ্রসূ হবে এবং চীন-রাশিয়ার সুস্থ ও স্থিতিশীল সম্পর্কে নতুন গতি দেবে।
এ সময় তিনি চীন ও রাশিয়াকে ভালো প্রতিবেশী এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আখ্যা দেন। সফররত শি জিনপিংকে প্রিয় বন্ধু বলেও সম্বোধন করেন পুতিন। শি’ও তাই করেন। পুতিনের সঙ্গে বৈঠকে তেল, সামরিক খাতে কৌশলগত সহযোগিতা ও ইউক্রেন ইস্যুতে শি’র আলোচনার কথা ছিল।
এর আগে ইউক্রেন সংকট সমাধানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ১২ দফা পরিকল্পনার কথা বলেছিলেন। বন্ধুপ্রতীম রাষ্ট্রের প্রধান সফরের সময় সে কথা ফের শিরোনামে নিয়ে এসেছেন পুতিন। তিনি বলেছেন, চীনের পরিকল্পনাগুলো নিয়ে তিনি আলোচনা করবেন। মঙ্গলবার মস্কোয় নৈশভোজের পর বৈঠক করার পরিকল্পনা রয়েছে শি-পুতিনের। হয়ত সেখানেই তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে, ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ইউক্রেন গেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। মঙ্গলবার (২১ মার্চ) আকস্মিকভাবে তিনি ইউক্রেনের উদ্দেশে রওনা দেন, তাও আবার ভারত থেকে।