এনডব্লিউইউ ভিসির সাথে জার্মান-পোলান্ড এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবৃন্দের সাক্ষাৎ

IMG-20220907-WA0000_2.jpg

বিশেষ সংবাদদাতা…..
ইউনিভার্সিটি অব লাইপজিগ, জার্মানী ও মেরিটাইম ইউনিভার্সিটি অব সিচিকিন, পোল্যান্ড এর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের একটি দল মঙ্গলবার দুপুরে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডঃ মোঃ বজলার রহমানের সাথে উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রফেসর ড. উটজ ডর্নবার্গার, ইউনিভার্সিটি অব লাইপজিগ। মেলবু (MELBU- More Entrepreneurial Life at Bangladeshi University) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অংশ হিসেবে প্রতিনিধি দলটি ইউনিভার্সিটি পরিদর্শন করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের বিভিন্ন বিজনেজ আইডিয়া উপস্থাপন করা হয়। সেগুলির ওপর মন্তব্য এবং বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন দলটির প্রতিনিধিবৃন্দ। এ সময় শিক্ষার্থীদের দ্বারা এ ধরনের ইনোভেটিভ এবং সময়োপযোগী কর্মকাণ্ডের প্রশংসা করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় ব্যবসায় অনুষদ এর ডীন প্রফেসর ডঃ নুর উন নবী, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি সায়েন্স এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডীন প্রফেসর ডঃ নওশের আলী মোড়ল, রেজিস্ট্রার মোহাম্মদ শরিফুল ইসলাম, প্রক্টর শেখ মাহরুফুর রহমান, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি মেলবু প্রকল্পের সমন্বয়কারী ফারজানা আক্তার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top