চুকনগরে মার্চ ইয়ুথ ভলেন্টিয়ার্স এর উদ্যোগে রমাদান কনফারেন্স ও গেট টুগেদার অনুষ্ঠিত

6544.jpg

নিজস্ব প্রতিবেদক
রবিবার বিকাল ৫টায় খুলনার ঐতিহাসিক চুকনগরের আদর্শ প্যালেসের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান ড. একরাম উদ্দীন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত রমজান কনফারেন্স ও গেট টুগেদারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং সদস্য শেখ রাশিদুল ইসলাম।
মাও: মনিরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই মিটিং শুরু হয়। এছাড়াও বক্তৃতা করেন মাও: মুক্তার হোসাইন, মাওলানা মতিউর রহমান, শেখ মোসলেম উদ্দিন সিনিয়র, মাসুদুর রহমান, ইয়াহিয়া জিসান, হাফেজ মোহাম্মদ মঈন উদ্দিন, বাজার কমিটির সভাপতি আলহাজ্ব সাহিদুল ইসলাম, চুকনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ আব্দুল হাফিজ মাহমুদ, চুকনগর মডেল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মোহাম্মদ জাকির হোসেন,কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সম আব্দুর রাজ্জাক। আটলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, চুকনগর বাজার কমিটির সহ-সভাপতি সার্জেন্ট রবিউল ইসলাম, চুকনগর দিব্য পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, মোহাম্মদ আবদুল হালিম ও মোহাম্মদ আব্দুল সামাদ, টিপনা আঙ্গার দোহা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বাইজিদ এবং সহ সুপার, মাওলানার রফিকুল ইসলাম, ন‚রানীয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা গোলাম মোস্তফা, অধ্যাপক মিজানুর রহমান মাওলানা ফারুক হোসেন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন. সেক্রেটারী আব্দুল কুদ্দুস সিনিয়র সাংবাদিক ইব্রাহিম রেজা, গাজী মাসুম, গাজী নাসিম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ বিভিন্ন পেশাজীবী শ্রেণি এবং বিশিষ্ট ডাক্তারগণ।
প্রধান অতিথির বক্তব্যে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমীন বলেন, সকল ভালো কাজে প্রশাসনের সহোযোগিতা থাকবে।
নর্দান ইউনিভার্সিটি শিক্ষক মো: ইউসুফ আলীর সঞ্চালনায় সভাপতির আলোচনায় -ড. একরাম উদ্দীন সুমন এই এলাকার উন্নয়নের জন্য তিন দফা পেশ করেন, চুকনগরকে পৌরসভা ঘোষনা, বাইপাস নির্মান ও চুকনগর থেকে খুলনার লাইন চার লেন করার দাবী জানান।
মাও আবু বক্কর সিদ্দিক দুয়া মেনাজাতে কনফারেন্স শেষ হয়।

Share this post

scroll to top