সিনিয়র করেসপন্ডেন্ট …..
খুলনার বড়বাজারের ৩-৪টি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর বড়বাজার কালীবাড়ি রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওই এলাকায় বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের শাখা রয়েছে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুখ হোসেন শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
স্থানীয় ব্যবসায়ী জিয়াউল হক মিলন বলেন, চুন, ভুষি, সয়াবিন ও পাম ওয়েলের ৩-৪টি গোডাউনে আগুন লেগেছে। এতে বিকট শব্দে ৩-৪টি চুনের ড্যাম ফেটে গেছে।
তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, প্রাথমিকভাবে তা জানা যায়নি।