স্পেশাল করেসপন্ডেন্ট…
খুলনার পাইকগাছায় সরকারি কেয়ারের রাস্তা কেটে তছনছ করা হয়েছে। যেখানে পাইপ বসিয়ে অন্যের জমিতে জোর পূর্বক খাল কাটার পায়তারা করায় ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। এনিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগে জানা যায়, উপজেলার পশ্চিম কাইনমুখ মৌজায় মমতাজ বেগম ৮৪ শতক জমিতে বসতবাড়ি করে চিংড়ী ঘের করছে। পাশে কেয়ারের রাস্তা। ৪টি ১৮ইঞ্চি পাইপ বসানো কেয়ারের রাস্তা শনিবার সকাল থেকে ১৬ জন লোক কাটতে থাকে। পাশে অবস্থিত মরিয়ম বেগমের চিংড়ী ঘেরের মধ্য দিয়ে খাল কেটে পাশ্ববর্তী ঘেরগুলোতে লবণ পানি নেয়ার পায়তারা শুরু করেছে। এ কারণে ঘের মালিক মরিয়ম বেগম বাদী হয়ে দীলিপ ঢালী, ঠাকুর সরদার, তপন সরদার ও পরিতোষ বাছাড়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ কাজ বন্ধ করে দিয়েছে। ঘের মালিক মরিয়ম বেগম ও তার ছেলে বাদশা সরদার জানান, সোলাদানা ইউপি চেয়ারম্যান আ. মান্নান গাজীর নির্দেশে অভিযুক্তকরা সরকারি কেয়ারের রাস্তা কেটেছে। পরিতোষ বাছাড় বলেন, এলাকার পানি সরবরাহের জন্য পাইপ বসনোর ব্যবস্থা নেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান আ. মান্নান গাজী বলেন, আমি রাস্তা কেটে পাইপ বসানোর কথা বলছিলাম। ইউএনও সাহেব বলার পর কাজ বন্ধ করে দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ করতে বলেছি।