নৌকায় ভোট দিয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দিন : রাজধানীতে জনসভায় শেখ হাসিনা

Untitled-4-copy-1.jpg

খুলনার দর্পণ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার দল সবসময় মানুষের মন জয় করে তাদের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসেছে, যে কারণে কখনও ভোট চুরির প্রয়োজন হয়নি। বছরের প্রথম দিন সোমবার রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
গত ১৫ বছরে তার সরকার জনগণের কল্যাণে কাজ করেছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, সে জন্যই মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে। আগামীতেও জনগণের ভোটে নির্বাচিত হয়েই আওয়ামী লীগ সরকার গঠন করবে।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না, কিন্তু যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে…এটা আমার কথা না, হাইকোর্টের রায় আছে যে, বিএনপি অবৈধভাবে ক্ষমতা দখল করে। যাদের ক্ষমতা দখল অবৈধ, তারাই ভোট চুরি করে। তারা ভোট চুরি ছাড়া জিততে পারে না। ২০০৮ সালের নির্বাচনে সেটি প্রমাণিত হয়েছে।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি ভোট চুরি করতে পারবে না বলে নির্বাচনে আসেনি। ২০১৮ সালে বিএনপি নির্বাচনে এলেও মনোনয়ন বাণিজ্যের কারণে ক্ষমতায় আসতে পারেনি বলে দাবি করেন আওয়ামী লীগ সভাপতি।
তিনি বলেন, দলটিকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তারা আন্দোলনেও সফল হতে পারবে না।
নির্বাচন ঠেকানোর ক্ষমতা বিএনপির নেই মন্তব্য করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘এখন তারা নির্বাচন বানচাল করতে চায়। কেন নির্বাচন বানচাল করবে? আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আজকে উন্নয়ন হয়েছে। পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছিল, তারা ক্ষমতায় এসেছিল অস্ত্র হাতে নিয়ে ও সংবিধান লঙ্ঘন করে। তারা মানুষের ভাগ্য গড়েনি।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষ শান্তিতে আছে। মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে, মাথাপিছু আয় বেড়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে সরকারপ্রধান বলেন, ‘শুনেছি, সে নাকি ক্যাসিনো থেকে টাকা কামাই করে। জুয়া খেলে টাকা কামাই করে। সে টাকা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। একমাত্র শক্তির উৎস বাংলাদেশের জনগণ। বাবার মতো জীবন উৎসর্গ করতে আমি প্রস্তুত। বোমা-গ্রেনেড কিছুই আমাকে থামাতে পারবে না।’
বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘পাশাপাশি এ দেশের আর্থ-সমাজিক উন্নয়নের যে গতিটা বঙ্গবন্ধু শেখ মুজিব করেছিলেন, সেটিও থেমে যায়। সেই যে ২৭৭ মার্কিন ডলার মাথাপিছু আয় জিয়ার আমলে ও এরশাদের আমলে…কোনো আমলেই সেই মাথাপিছু আয় আর বৃদ্ধি পায়নি; বরং জিয়ার আমলে প্রতি বছর তা মাইনাস হতে থাকে। তারা বাংলাদেশের মানুষের ভাগ্য না গড়লেও ক্ষমতাসীনদের ভাগ্য গড়ে ক্ষমতার উৎকৃষ্টতা বিলিয়ে ও অবৈধভাবে ক্ষমতা দখল করে।’
বক্তৃতা শেষে ঢাকা মহানগরীতে আওয়ামী লীগ মনোনীত ১৫টি আসনে নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলীয় প্রধান। তাদের ‘রতœ’ আখ্যায়িত করে বলেন, ‘ঢাকাবাসীর জন্য ১৫টি রতœ দিয়েছি।’ জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top