ডেস্ক রিপোর্ট: মুসলমানদের জন্য সবচেয়ে বরকতময় মাস রমজান। দীর্ঘ এক মাস রোজা রাখার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে ধর্মপ্রাণ মুসলামনরা। যে কারণে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই মাস। এই মাসটি শুরু হওয়া নির্ভর করে চাঁদ দেখার ওপর।
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের একদিন পর এই মাসটি শুরু হয় বাংলাদেশে। তাই ধর্মপ্রাণ মুসলমানদের আগ্রহ থাকে কবে থেকে রোজা রাখা শুরু হবে সৌদি আরবে।
সৌদি গেজেটের প্রতিবেদনে অনুসারে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌদি আরব দেশের সব মুসলমানদেরকে রমজানের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সুপ্রিম কোর্ট অনুরোধ করছে যে কেউ যদি খালি চোখে বা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখেন তবে তিনি যেন তার নিকটতম আদালতকে তা জানান এবং তাদের সাক্ষ্য নিবন্ধন করেন। অথবা নিকটতম কেন্দ্রের সাথে যোগাযোগ করেন।’
এদিকে খালিজ টাইমস অনুসারে, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে রমজান মাস ১ মার্চ থেকে শুরু হতে পারে। এদিকে চাঁদ দেখার জন্য ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পেশোয়ারে বৈঠক করার কথা রয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির।