উত্তর গাজায় হামাসের সঙ্গে দুই ইসরাইলি সেনার মৃত্যু

ezgif-7-5f6bbafdc5-6726e8c5e748f.jpg

ডেস্ক রিপোর্ট: উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে লড়াইয়ের দুই ইসরাইলি সেনা নিহত হয়েছে। সামরিক বাহিনীর বরাত দিয়ে শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনাদের নাম ২০ বছর বয়সি স্টাফ সার্জেন্ট ইতয় পারিজাত এবং ২২ বছর বয়সি স্টাফ সার্জেন্ট ইয়ার হানানিয়া। দুজনেই ইসরাইল সেনাবাহিনীর গিবতী ব্রিগেডের শেকড ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন।

একই ঘটনায় আরেক সেনা গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সামরিক বাহিনী বলেছে তারা এখনও মারাত্মক ঘটনাটি তদন্ত করছে।

গত মাসের ৬ অক্টােবর থেকে ইসরাইলি আক্রমণের নতুন কেন্দ্রবিন্দু উত্তর গাজা।  সেখানে বেইত লাহিয়া এবং জাবালিয়াসহ বিভিন্ন জায়গা নির্বিচার হামলা চালাচ্ছে ইসরাইল। আক্রমণ থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল, শরণার্থী শিবিরও।

এখন খাবার, পানি, চিকিৎসা, অ্যাম্বুলেন্স, নাগরিক প্রতিরক্ষা, স্যানিটেশন এবং যোগাযোগ পরিষেবাসহ নানা ধরনের সংকট চলছে।

Share this post

scroll to top