ডেস্ক রিপোর্ট: গাজা উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে গত বছরের অক্টোবর থেকে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইসরাইলের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা।
বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে ব্যবহৃত ড্রোনগুলো নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছ এবং এতে ইসরাইলি ঘাঁটির ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি দখলদার সেনারা হতাহত হয়েছে।
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরাইলি গণহত্যার পাশাপাশি দক্ষিণ লেবাননে দখলদার বাহিনীর বিমান ও গোলা হামলার জবাবে ওই ড্রোন হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহর এ হামলায় ইসরাইলের অন্তত একজন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। ইসরাইলি বাহিনী বলেছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় ৩৩ বছর বয়সি মাস্টার সার্জেন্ট (রিজার্ভিস্ট) ভ্যালেরি চেফোনভ গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয় এবং কিছুক্ষণ পর হাসপাতালেই তার মৃত্যু হয়।
এদিকে গাজায় ইসরাইলি অভিযানে এ পর্যন্ত ৩৮ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত এবং ৮৮ হাজার ৩০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।