ডেস্ক রিপোর্ট: ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণের জবাবে প্রায় ৪ সপ্তাহ পর শনিবার প্রতিশোধমূলক হামলা করেছে ইসরাইল। তবে ইরান জানিয়েছে, ইসরাইলের হামলা তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে প্রতিরোধ করেছে।
তেহরান দাবি করেছে, কিছু জায়গায় ‘সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়াহ।
এক বিবৃতিতে ইরানের বিমান প্রতিরক্ষা বলেছে, ইসরাইল তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী শনিবার বলেছে, তারা ইরানের উপর বিমান হামলা সমাপ্ত করেছে। তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনাসহ এবং বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে।
এক বিবৃতিতে আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ইসরাইলি বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা করেছে। যে সব ঘাঁটি ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তৈরি করতে ব্যবহৃত হয়েছিল’।
এতে বলা হয়, ‘ইসরাইল ও তার নাগরিকদের বিরুদ্ধে সাম্প্রতিক ইরানি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে’ ।
‘আমাদের বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে। ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ও সুনির্দিষ্ট স্থানে প্রতিশোধমূলক হামলা সম্পন্ন হয়েছে এবং অভিযান সফল হয়েছে’ ।
ইসরাইলের অভিযানের ইরানের ক্ষয়ক্ষতি ‘সময়মতো প্রকাশ’ করা হবে বলেছে আইডিএফ।
এদিকে টাইমস অব ইসরাইল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলের হামলার জেরে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে ইরান।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন মুখপাত্র বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।