পাকিস্তানজুড়ে বিক্ষোভ

247-2305091347.jpg

আন্তর্জাতিক ডেস্ক ……..

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে। মঙ্গলবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে তুলে নিয়ে যায় আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। একটি মামলায় হাজিরা দিতে তিনি আদালতে গিয়েছিলেন। পরে পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান এক বিবৃতিতে জানান, একটি ট্রাস্ট মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।

লাহোরে সিনেটর এজাজ চৌধুরীর নেতৃত্বে পিটিআই সমর্থকরা স্বাধীনতা চত্ত্বরে জড়ো হয়েছিল। দলের কর্মীরা আকবর চক, পেকো রোড, মেইন ক্যানাল রোড এবং ফয়সাল টাউনও বন্ধ করে দিয়েছে। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে জোট সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। ইমরানের জামান পার্কের বাসার বাইরে পিটিআই সমর্থকরা সরকারি ব্যানারও ছিঁড়ে ফেলে। লাহোরের সেনানিবাসে এক সেনা কর্মকর্তার বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে।

করাচিতে পিটিআই এমএনএ এবং এমপিএরা রাস্তা অবরোধ করার পরে শারা ফয়সালের উভয় লেন বন্ধ করে দেয়। পেশোয়ারের হাতনগরীতেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

খাইবার পাখতুনখোয়া থেকে পিটিআই কর্মীরা ইমরানের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রাদেশিক পার্টির সভাপতি ডক্টর মুহাম্মদ ইকবালের নেতৃত্বে লাকি মারওয়াত জেলার রাস্তায় জড়ো হয়েছে। পিটিআই সমর্থকরা টায়ার জ্বালিয়ে সিন্ধু মহাসড়ক বন্ধ করে দিয়েছে।

পিটিআই বিক্ষোভকারীরা কোয়েটার ক্যান্টনমেন্ট এলাকার বাইরে আসকারি চেকপোস্টের কাছে জড়ো হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top