খুলনার দর্পণ ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, তিনি ব্যবসায় জালিয়াতির মামলায় সাক্ষ্য দেবেন না। চলতি সপ্তাহে নিউইয়র্কের আদালতে এই মামলায় সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা। রবিবার সোশ্যাল মিডিয়ায় দেয়া বার্তায় ট্রাম্প বলেছেন, আমি সোমবার সাক্ষ্য দেবো না।
ট্রাম্পের দাবি, মামলার অভিযোগপত্রে তার সম্পত্তির মূল্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করা হয়েছিল ট্রাম্প হয়তো দ্বিতীয় বার আদালতে উপস্থিত হবেন। সিভিল জালিয়াতির বিচার প্রক্রিয়া গত অক্টোবরে শুরু হয়েছিল। সাবেক প্রেসিডেন্ট হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের লড়াইয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি আইনি চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন। এদিকে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে করা একটি জরিপে দেখা গেছে, দুটি ব্যাটলগ্রাউন্ড স্টেটে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। জরিপটি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।