মেক্সিকোতে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষ, নিহত ৫৩

0214-66ee4f64a59c0.jpg

ডেস্ক রিপোর্ট: মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে মাদক কারবারিদের সংঘর্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৫১ জন। গত ৯ সেপ্টেম্বর থেকে এ সংঘর্ষ শুরু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভয়ঙ্কর এই সহিংসতা থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। আমেরিকায় মেক্সিকোর মাদকসম্রাট ইসমায়েল এল মায়ো জাম্বাদার গ্রেফতারের পর গত জুলাইতে সিনালোয়া দুটি সবচেয়ে শক্তিশালী মাদক কারবারি গোষ্ঠীর মধ্যে এই দ্বন্দ্বের শুরু হয়।

জাম্বাদার অভিযোগ, লস চাপিতোস মাদক কারবারি গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ সদস্য তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।

বৃহস্পতিবার মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর জানান, যুক্তরাষ্ট্র এই অস্থিতিশীলতার জন্য আংশিকভাবে দায়ী।

এ নিয়ে গত ৯ সেপ্টেম্বর সিনালোয়া রাজ্যের রাজধানী কুলিয়াকানে সংঘাত শুরু হয়। এর কারণে রাজ্যটিতে স্কুল, রেস্টুরেন্ট ও শপিংমল কিছু দিন বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার রাজ্যটির গভর্নর রুবেন রোচা মোয়া বলেন, সহিংসতার ঘটনায় ৪০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুরো সিনালোয়া রাজ্যজুড়ে ৫ হাজার খাবার প্যাকেজ বিতরণ করা হয়েছে।

এদিকে সহিংসতা থামাতে হিমশিম খাচ্ছে মেক্সিকোর সেনাবাহিনী। বৃহস্পতিবার তারা লস চাপিতোস গোষ্ঠীর নেতা ইভান আর্কিভালদো গুজম্যান গ্রেফতার করে। তিনি সিনালোয়া রাজ্যের সাবেক মাদক সম্রাট জোয়াকিন এল চ্যাপো গুজম্যানের ছেলে।

Share this post

scroll to top