ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

FENI-67a07ec704441.jpg

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন ফেনীর ইশতিয়াক আহমেদ শ্রাবণ। মহিপালে আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোঁড়া গুলিতে শহিদ হয়েছিলেন এই তরুণ। এবার শ্রাবণের কবর জিরায়ত করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সোমবার সকালে ফুলগাজীর আনন্দপুরে গিয়ে শ্রাবণের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি শ্রাবণের বাবা আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করেন এবং পরিবারটির খোঁজ নেন।

কবর জিয়ারত শেষে শফিকুর রহমান বলেন, ‘শ্রাবণের মতো বীর সন্তানদের জন্যই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহিদের মা-বাবা গর্বিত, বীরের অভিভাবক হওয়া সব পিতা-মাতার ভাগ্যে থাকে না। আমরা আমাদের জায়গা থেকে সবসময় শহিদদের কৃতজ্ঞতার কথা স্মরণে রাখব।’

তিনি আরও বলেন, ‘তারা (শহীদেরা) যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিল, সেসব স্বপ্ন বাস্তবায়নে জামায়াত সর্বোচ্চ চেষ্টা করবে।’

Share this post

scroll to top