বিনোদন ডেস্ক : ইংরেজি নববর্ষের ছয়দিন পার হয়েছে। তবে এখনও উৎযাপন করেননি বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ‘নববর্ষ ১ জানুয়ারি থেকে শুরু নয়, বরং সোমবার, ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া উচিত’। ইনস্টগ্রামের এক পোস্টে এমনটাই জানিয়েছেন কারিনা।
আরেক পোস্টে স্বামী সাইফ আলী খানের সাথে রোমান্টিক কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, কোন এক নববর্ষে সুইজারল্যান্ডের তুষারময় উপত্যাকায় সময় কাটচ্ছেন দুইজন। ছবির ক্যাপশনে লিখে দিয়েছেন, ২০২৫ সালে স্বামীর সাথে; এই মেজাজে দেশ ছেড়ে চলেছি।
প্রতিবছর নববর্ষে পরিবারের সঙ্গে বিদেশে সময় কাটান কারিনা। চলতি বছরও সুইজারল্যান্ডে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতোমধ্যে নববর্ষের ঝলকগুলো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। যেখানে সাইফ-কারিনার সাথে রয়েছেন তাদের দুই সন্তান তৈমুর ও জাহাঙ্গীর।
ছবিতে ভক্তরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রির সেলিব্রেটিরাও যোগ দিয়েছেন এতে। ছোট সন্তান তৈমুরকে নিয়ে রিয়া কাপুর মন্তব্য করেছেন, ‘তৈমুরের সুন্দর হাসি’!