হংকংয়ের জনপ্রিয় মডেল ব্যাংককে খুন

image-831930-1722316636.jpg

বিনোদন ডেস্ক : থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাসায় খুন হয়েছেন হংকংয়ের জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটন। গত ১৮ জুলাই ছুরিকাঘাতে হত্যা করা হয় ২৪ বছর বয়সি এই মডেলকে। খবর ব্যাংকক পোস্টের।

এ প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেটনকে নয়বার ছুরিকাঘাত করা হয়েছে। এ হত্যাকাণ্ডে পুলিশের সন্দেহ তিনজনের দিকে। তার মধ্যে একজন ক্রেটনের স্বামী। বাকি দুইজন প্রতিবেশি, যারা ক্রেটনের স্বামীর চিৎকার শুনে ছুটে যান। পরে তারা ক্রেটনকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে যাওয়ার পর ক্রেটনের স্বামী অসংলগ্ন আচরণ করতে থাকেন।

পুলিশকে তিনি জানান, ক্রেটন মানসিক অবসাদে ভুগছিলেন এবং আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে চিকিৎসকরা বলছেন—এটি আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে। তবে ক্রেটনের স্বামীর নাম গোপন রাখা হয়েছে।

পুলিশ বলছে, হত্যার ঘটনাকে আড়াল করতে নাটক সাজিয়েছেন ক্রেটনের স্বামী।

ক্রেটন ২০১৮ সাল থেকে মডেলিং করছেন। হংকংয়ে কয়েক বছর মডেলিংয়ের পর ব্যাংককে থাকা শুরু করেন।

Share this post

scroll to top