নারী আবার ফুটবলার কীসের, নারী অন্দরমহলের জীব: শাওন

1-23-67a09127e1b69.jpg

বিনোদন ডেস্ক : বিনোদন জগতে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন একটা সময় অভিনয়ে  নিয়মিত ছিলেন। স্বামী কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুর পর সেভাবে আর তাকে অভিনয়ে দেখা যায়নি। তবে অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে। প্রায় সময় নানা বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার বাংলাদেশের নারী ফুটবলারদের আন্দোলন নিয়ে কটাক্ষ্য করে কথা বললেন এ অভিনেত্রী। গত শনিবার (১ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দেন মেহের আফরোজ শাওন।

শাওন আরও বলেছেন— এসব ন্যাকা কান্না দেখে তাদেরকে আর মাথায় তুলব না। আমি ‘এমেজিং মেটিকুলাসলি ডিজাইনড’ প্ল্যানের পরিণতিতে পাওয়া বাংলাদেশ ২.০-এর সুশীল নাগরিক।

উল্লেখ্য, বাংলাদেশ  নারী ফুটবল দলের ফুটবলারদের মাঠের বাইরের এমন দ্বন্দ্বের শুরু নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ খেলা চলাকালে কোচ পিটার বাটলারের সঙ্গে।  এ দ্বন্দ্বের মধ্যেই দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। চ্যাম্পিয়ন হলেও দুই পক্ষের দ্বন্দ্ব মিটে যায়নি। দ্বন্দ্ব এতটাই যে ইংলিশ কোচ দায়িত্বে থাকলে গণ-অবসর নেওয়ার হুমকি দিয়েছেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা। এর মধ্যে বাফুফে কোচ বাটলারকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দিয়েছে। কোচ দ্বিতীয়বারের মতো দায়িত্ব পাওয়ায় এবার সেই দ্বন্দ্ব আরও চরমে উঠেছে।

Share this post

scroll to top