বিনোদন ডেস্ক : নতুন একটি নাটকে জুটিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও নায়মা আলম মাহা। নাম ‘ভাই প্রেমে পড়ছে’। এটি লিখেছেন রেজওয়াদুদ মাহিন ও পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ।
সজল বলেন, ‘এ সময়ের মাহা অভিনয়ে বেশ অনেকটাই পরিণত। ভালো লেগেছে তার সঙ্গে কাজ করতে। আর বান্নাহ নিঃসন্দেহে একজন ভালো নির্মাতা। এরই মধ্যে নাটকটিতে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করছি আরও সাড়া পাব।’
মাহা বলেন, ‘সজল ভাই ভীষণ সহযোগিতা পরায়ণ। এ নাটকে অভিনয় করাটা আমার জন্য অনেক ভালোলাগার এবং অভিনয়ে নিজের অভিজ্ঞতা বাড়ানোর বিষয়। ধন্যবাদ বান্নাহ ভাইকে আমাকে এ নাটকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।’ এদিকে গতকাল সজল একটি প্রজেক্টের ডাবিং শেষ করেছেন। তবে সেটা কী তা প্রকাশ করেননি।
এছাড়া শিগ্গির একসঙ্গে নতুন দুটি সিনেমার কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে মাহা অভিনীত ‘অদ্ভূত পরিবার’ ও ‘কমন প্রবলেম’ নামে দুটি ধারাবাহিক নাটক দুটি ভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে।