ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই ব্যাপক সমালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে বাবর আজমকে। সেই সমালোচনার জবাব হতে পারত বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট। তবে এখানেও সেই সমালোচনার জবাব দিতে পারেননি বাবর। বরং ডাক মেরে শূন্য রানে আউট হয়ে সমালোচনা আরও বাড়িয়ে দিয়েছেন এ তারকা ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন হচ্ছেন ট্রলের শিকার।
রাওয়ালপিন্ডি টেস্টে দলের ভয়াবহ বিপদের সময় ব্যাট করতে নেমে মাত্র মাত্র ২ বলেই সাজঘরের পথ ধরেছেন বাবর। শরিফুলের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়েছেন এ তারকা ব্যাটার। ফিরেছেন কোনো রান না করেই, দলকে ভয়াবহ বিপদে ফেলে।
টেস্টে যা বাবরের অষ্টম ডাক। দেশের মাটিতে যা প্রথমবার। বাবরের মতো একজন ব্যাটারের এমন অসহায় আত্মসমর্পণ মানতে পারছেন না তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হতে হচ্ছে ট্রলের শিকার। নান রকম মিম ভিডিওতে বর্তমানে বাবরের করুণ পরিণতির কথা তুলে ধরছেন তারা।
একজন লিখেছেন, বাবর পুরোপুরি ছন্দ হারিয়ে ফেলেছেন। এমনটা তখন ঘটে, যখন কেউ অহংকারী হয় আর পরিশ্রম করা বন্ধ করে দেয়।
একজন ভক্ত লিখেছেন, বাবর আজম আসলে কিসের রাজা? অন্য আরেকজন লিখেছেন, বাবর ফুরিয়ে গেছেন। সব মিলিয়ে কঠোর সমালোচনার শিকারই হতে হচ্ছে বাবরকে। এসব সমালোচনা থেকে বাঁচতে মাঠের ক্রিকেটেই জবাবটা দিতে হবে বাবরকে। যেই জবাবটা হয়তো বাবর নিজেও দিতে চাইবেন পরের ইনিংসে।